জাপানের রাজধানী টোকিওতে আবহাওয়া কর্মকর্তাদের চেরি ফুল পূর্ণ প্রস্ফুটিত হওয়ার ঘোষণা থাকায় হাজার হাজার লোকজন প্রস্ফুটিত চেরি ফুল উপভোগ করছেন।
প্রস্ফুটিত চেরি ফুল প্রত্যক্ষ করার জন্য টোকিওর শিনযুকু গিয়োয়েন জাতীয় উদ্যানটি অত্যন্ত জনপ্রিয় স্থান। এখানে ১ হাজারের বেশী চেরি ফুলের গাছ রয়েছে।
জনৈক মহিলা, আবহাওয়া সামান্য ঠাণ্ডা হলেও নিজের সন্তানদের নিয়ে প্রস্ফুটিত চেরি ফুল উপভোগ করেছেন বলে জানান।
টোকিও হচ্ছে জাপানের অল্প কয়েকটি শহরের অন্যতম যেখানে এবছর বৃক্ষগুলোতে চেরি ফুল পূর্ণাঙ্গ প্রস্ফুটিত হয়েছে।
আবহাওয়া কর্মকর্তারা, এখন দেশের অন্যান্য অংশগুলোতেও চেরি ফুল ফোটা আরম্ভ হয়েছে বলে জানান।