রাশিয়ার সেন্ট পিটার্সবুর্গে মেট্রো ট্রেনে বিস্ফোরণে অন্তত দশজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অন্তত ৪৭ জন। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, শহরের মাঝামাঝি অংশে সেনায়া প্লোশাড ও টেকনোলজিশেস্কি ইনস্টিটিউট স্টেশনের মাঝামাঝি অংশে স্থানীয় সময় বেলা ২টা ৪০ মিনিটে ট্রেনের একটি বগিতে বিস্ফোরণের ওই ঘটনা ঘটে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো প্রাথমিকভাবে দুটি স্টেশনে জোড়া বিস্ফোরণের খবর দিলেও পরে স্থানীয় কর্মকর্তারা বিস্ফোরণের ঘটনা একটি বলে নিশ্চিত করেন। বিস্ফোরণের ঘটনার পরপরই অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের গাড়ি সেনায়া প্লোশাড স্টেশনের দিকে ছুটতে দেখা যায়। মাথার ওপর উড়তে দেখা যায় একটি হেলিকপ্টার।
ফেইসবুক ও টুইটারে আসা ছবি ও ভিডিওতে দেখা যায়, ট্রেনের এক বগির দরজা বিস্ফোরণে উড়ে গেছে। আশপাশে ছড়িয়ে আছে রক্তাক্ত দেহ। সহযাত্রীরা আহতদের শুশ্রূষা করার চেষ্টা করছেন। বাকিরা ধোঁয়ার মধ্যে আতঙ্কে চিৎকার করতে করতে প্ল্যাটফর্ম থেকে বের হওয়ার চেষ্টায় ছুটছেন।
তথ্যসূত্র: ইন্টারনেট