সফল শ্রীলঙ্কা সফর শেষে দেশে ফিরেই বিস্ময়কর এক মন্তব্য করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা দিয়েই বিসিবি সভাপতি বলেছেন, ‘আমি কিন্তু বারবার একটা কথা বলছি, মাশরাফি টি-টুয়েন্টি ছাড়েননি। শুধু অধিনায়কত্ব ছেড়েছেন।’ মাশরাফির টি-টুয়েন্টি থেকে অকাল বিদায় নিয়ে দেশবাসীর উন্মাদনা, আলোচনা, বিবৃতি, মানববন্ধন, প্রতিবাদ পাপনের কাছে ‘হুলস্থুল’, ‘সোরগোল’। প্রশ্ন তুলেছেন, একজনের টি-টুয়েন্টি থেকে বিদায় নিয়ে এতো হুলস্থুলের কী আছে! পাপন না বুঝলেও দেশবাসীর সেই হুলস্থূল, সোরগোলের কারণটা ভালো করেই বোঝেন মাশরাফি। তিনি জানেন দেশের মানুষ তাকে কতটা পছন্দ করে। তার প্রতি দেশের মানুষের কতটা আবেগ-ভালোবাসা। শ্রীলঙ্কা সফর শেষে দেশে ফিরে প্রথমেই তাই মাশরাফি ধন্যবাদ জানালেন সেই ভক্ত-সমর্থকদের।
বিমানবন্দরে বিসিবি সভাপতির পাশে বসেই স্মরণীয় জয় দিয়ে টি-টুয়েন্টি ক্যারিয়ার শেষ করা মাশরাফি বলেছেন, ‘যারা আমাকে নিয়ে প্রতিবাদ, মানববন্ধন করছেন সবাইকে ধন্যবাদ। উনাদের এই ইতিবাচক দিকগুলোর কারণেই আমার ক্যারিয়ার এতোটা লম্বা হয়েছে। খারাপ সময়েও আমাদের প্রতি তাদের দোয়া ছিল বলেই আমি এতো দূর আসতে পেরেছি।’ সঙ্গে ভক্তদের আশ্বস্তও করেছেন মাশরাফি, ‘আমি তো এখনো ওয়ানডে খেলছি। কাজেই আমাকে আবার মাঠে দেখা যাবে। মজা হবে সেখানেই।’
আমি এখনো ওয়ানডে খেলছি, মাশরাফির এই কথাটা একটু আগে করা বিসিবি সভাপতির মন্তব্যের কড়া জবাবই! মাশরাফি যদি টি-টুয়েন্টি না-ই ছাড়েন, তাহলে তিনি শুধু ওয়ানডে খেলে যাওয়ার কথা বললেন কেন? শুধু মুখেই অবশ্য নয়, বিসিবি সভাপতির বিভ্রান্তি ছড়ানো মন্তব্যের জবাব ছিল মাশরাফির হাসিতেও! পাপন যখন বলেন, মাশরাফি কিন্তু টি-টুয়েন্টি ছাড়েনি, শুধু অধিনায়কত্ব ছেড়েছে, পাশে বসা মাশরাফি তখন উপরের দিকে তাকিয়ে মিটিমিটি হাসছিলেন!
টি-টুয়েন্টি থেকে অবসর নিলেও মাশরাফির আশা ক্রিকেটের সংক্ষিপ্ত এই সংস্করণে আগামীতে ভালো করবে বাংলাদেশ দল। বৃহস্পতিবার মাশরাফির বিদায়ী ম্যাচে সিরিজ ১-১ ড্র করা জয়ের আগে টানা ৮টি টি-টুয়েন্টি ম্যাচে হেরেছে বাংলাদেশ। তবে মাশরাফির দাবি, দুই বছর আগের তুলনায় টি-টুয়েন্টিতেও দল এখন অনেক উন্নতি করেছে। সেই উন্নতির পথ ধরেই সামনে টি-টুয়েন্টিতেও বাংলাদেশ নিয়মিত জয় পাবে বলে আশাবাদী মাশরাফি, ‘আমি নিশ্চিত, সামনে আমাদের যে টি-টুয়েন্টি খেলাগুলো আছে, সেখানে আমরা ভালো করব। এমনকি টি-টুয়েন্টি বিশ্বকাপেও আমরা ভালো করব।’