উত্তর কোরিয়ায় দেশটির প্রয়াত প্রতিষ্ঠাতা এবং বর্তমান শীর্ষ নেতা কিম জং উনের পিতামহ কিম ইল সুংএর ১০৫তম জন্মবার্ষিকী উপলক্ষে একটি সামরিক কুচকাওয়াজের আয়োজন করা হয়েছে। দেশটির নেতা কিম জং উন, গত দেড় বছরের মধ্যে প্রথমবারের মত অন্যান্যদের সাথে নিয়ে ব্যালকনি থেকে একটি চত্বরে আয়োজিত সামরিক কুচকাওয়াজ প্রত্যক্ষ করেন। রাজধানী পিয়ংইয়ংএর মধ্যাঞ্চলে অবস্থিত কিম ইল সুং চত্বরে আয়োজিত কুচকাওয়াজে, স্থল, নৌ এবং বিমান বাহিনীর সদস্যরা সারিবদ্ধভাবে প্যারেড করে যাওয়ার পর ট্যাংক, সাঁজোয়া যান এবং বিভিন্ন ধরণের ক্ষেপণাস্ত্র সেই পথ অতিক্রম করে।
সামরিক কুচকাওয়াজে প্রথমবারের মত দুই ধরণের ক্ষেপণাস্ত্রও প্রদর্শন করা হয়। এগুলোর একটি হচ্ছে, ডুবোজাহাজ থেকে নিক্ষেপ-যোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং অপরটি হচ্ছে পুকগুকসং ২ নামে পরিচিত ডুবোজাহাজ থেকে নিক্ষেপের ক্ষেপণাস্ত্রের ভূমি-ভিত্তিক সংস্করণ। দক্ষিণ কোরিয়ার সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে স্থানীয় সংবাদ মাধ্যম জানায় যে উভয়-পাশে সাত চাকা বিশিষ্ট বিশালাকারের ট্রেইলারে স্থাপিত ক্ষেপণাস্ত্র হচ্ছে আগের আন্তঃ মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের চেয়ে বড় এবং নতুন ধরণের আন্তঃ মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বলে এটাকে মনে করা হচ্ছে।
সামরিক কুচকাওয়াজের আগে কোরীয় ওয়ার্কার্স পার্টির ভাইস চেয়ারম্যান চে রিয়ং হে ভাষণ দেন। তিনি বলেন যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার বিরুদ্ধে বেপরোয়া উস্কানি চালালে বিধ্বংসী হামলা চালিয়ে দেশ এর মোকাবেলা করবে এবং পরিপূর্ণ যুদ্ধের জবাবে পরিপূর্ণ যুদ্ধ এবং নিজস্ব ধাঁচের পরমাণু হামলার যুদ্ধাভিযান চালানো হবে।