লিওনেল মেসির নৈপুণ্যে লা লিগার শিরোপা সম্ভাবনা জিইয়ে রাখা জয় পেয়েছে বার্সেলোনা। শনিবার রাতে কাম্প নউয়ে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ৩-২ ব্যবধানের জয়ে বার্সেলোনার অপর গোলটি পাকো আলকাসেরের। নিষেধাজ্ঞার জন্য ছিলেন না নেইমার। ব্রাজিলের এই ফরোয়ার্ডকে ছাড়া শক্তিশালী দলই মাঠে নামান কোচ লুইস এনরিকে। শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠা ম্যাচে মেসির দারুণ গোলে এগিয়ে যায় স্বাগতিকরা।
লুইস সুয়ারেসের পাসে বল পেয়ে আচমকা ২৫ গজ দূর থেকে জোরালো শট নেন মেসি। বল মাটি কামড়ে ডান কোণা দিয়ে জালে জড়ায়। মেসির প্রথম গোলটি যদি হয় মৌসুমে তার অন্যতম সেরা তবে ৩৭তম মিনিটের গোলটি অতি সাধারণ। সুয়ারেসের শট ঠেকিয়েছিলেন গোলরক্ষক জেরোনিমো রুয়ি। ফিরতি বলে মেসি ঠিকমতো শট নিতে না পারলেও বল চলে যায় জালে।
এ মৌসুমে ক্লাবের হয়ে আর্জেন্টিনা অধিনায়কের গোল হলো ৪৫টি। আর দুটি গোল হলেই বার্সেলোনার জার্সিতে ৫০০ গোলের মাইলফলকে পৌঁছবেন পাঁচবারের বর্ষসেরা এই ফুটবলার।