রাষ্ট্রপ্রধানের হাতে আরও ক্ষমতা তুলে দিতে আধুনিক তুরস্কের ইতিহাসে ‘সবচেয়ে বড়’ সাংবিধানিক সংস্কারের প্রশ্নে আয়োজিত গণভোটে জয় পেয়েছেন প্রেসিডেন্ট রিজেপ তায়িপ এরদোয়ান, যার মধ্য দিয়ে ২০২৯ সাল পর্যন্ত তার ক্ষমতায় থাকার পথ তৈরি হল। বিবিসি জানিয়েছেন, ৯৯.৪৫ শতাংশ ভোট গণনায় এরদোয়ানের সংস্কার প্রস্তাবের পক্ষে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৫১ দশমিক ৩৭ শতাংশ এবং ‘না’ ভোট পড়েছে প্রায় ৪৮ দশমিক ৬৩ শতাংশ। অর্থাৎ, এরদোয়ান শিবির স্বল্প ব্যবধানে জয় পেয়েছে।
এর ফলে তুরস্কে সংসদীয় গণতন্ত্রের বদলে পুরোমাত্রায় প্রেসিডেন্টের নির্বাহী শাসন শুরু করা যাবে, এরদোয়ানের হাতে আসবে প্রভূত ক্ষমতা, দেশটির আধুনিকায়নের জন্য তা গুরুত্বপূর্ণ বলে তার সমর্থকদের দাবি। অবশ্য তুরস্কের প্রধান দুটি বিরোধী দল বলছে, তারা গণভোটের এই ফলাফল চ্যালেঞ্জ করবে। দেশটির রিপাবলিকান পিপলস পার্টি (সিএইচপি) ৬০ শতাংশ ভোট পুণঃগণনার দাবি জানিয়েছে। সর্বময় ক্ষমতার অধিকারী হয়ে গেলে এরদোয়ান আরও বেশি কর্তৃত্বপরায়ণ হয়ে উঠবেন বলে বিরোধী শিবিরের শঙ্কা।
বিবিসির খবরে বলা হয়, গণভোটে জয়ের পর এরদোয়ানের সমর্থকরা বড় শহরগুলোর রাস্তায় রাস্তায় উল্লাস শুরু করে। অন্যদিকে এরদোয়ানবিরোধীরা ইস্তাম্বুলে হাড়ি-পাতিল পিটিয়ে বিক্ষোভ দেখায়।