জাপানি পররাষ্ট্রমন্ত্রী ফুমিও কিশিদা বলেছেন, জাপান, যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়া বিষয়ে আলোচনা করার জন্য আগামী মঙ্গলবার টোকিও’তে বৈঠক করবে। মি: কিশিদা সাংবাদিকদের বলেন, এই আলোচনা উত্তর কোরিয়ার পরমাণু ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সংক্রান্ত অচলাবস্থায় থাকা ছ’পক্ষীয় বৈঠকের ৩টি দেশের প্রধান প্রধান আলোচকবৃন্দকে কাছে নিয়ে আসবে।
তারা হলেন জাপানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তা কেনজি কানাসুগি, উত্তর কোরীয় বিষয়ক মার্কিন বিশেষ দূত জোসেফ ইউন এবং দক্ষিণ কোরিয়ার বিশেষ প্রতিনিধি কিম হোং গিউন। মি: কিশিদা বলেন, কর্মকর্তারা উত্তর কোরিয়ার সর্বশেষ পরিস্থিতি এবং সে সংক্রান্ত তিন দেশের সমন্বিত প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: এনএইচকে ওয়ার্ল্ড বাংলা