আবৃত্তিশিল্পী কাজী আরিফের মরদেহ মঙ্গলবার সকাল পৌনে ৯টায় ঢাকায় পৌঁছাবে। সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে নাগরিক শ্রদ্ধানুষ্ঠানে রাখা হবে কাজী আরিফের মরদেহ। এদিন বাদ যোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে তার দ্বিতীয় জানাজার পর মরদেহ নিয়ে যাওয়া হবে ধানমণ্ডিতে মেয়ে অনুসূয়ার বাসায়৷ এরপর উত্তরা চার নম্বর সেক্টরে মায়ের কবরের পাশে তাকে সমাহিত করা হবে৷
এ তথ্য জানিয়েছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ।
আবৃত্তিশিল্পী, মুক্তিযোদ্ধা ও স্থপতি কাজী আরিফ শনিবার (২৯ এপ্রিল) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মাউন্ট সিনাই সেন্ট লুকস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী প্রজ্ঞা লাবণী ও দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার দুপুর ১২টা ৫৫ মিনিটে তার লাইফ সাপোর্ট খুলে ফেলা হয়। এর আগে শুক্রবার মাঝরাত থেকে তাকে ক্লিনিক্যালি ডেথ বলে ঘোষণা দেন চিকিৎসকেরা। শনিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে তাকে মৃত ঘোষণা করা হয়। গত ২৫ এপ্রিল কাজী আরিফের হৃদযন্ত্রে অস্ত্রোপচার করা হয়। এরপর থেকেই তার শারীরিক অবস্থা খারাপ হয়ে পড়ে। তিনি দীর্ঘদিন থেকেই হৃদরোগে ভুগছিলেন।
সূত্র: ইন্টারনেট