যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সঠিক পরিবেশে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সাথে সাক্ষাৎ করার ইচ্ছা প্রকাশ করেছেন। ব্লুমবার্গ নিউজ’কে দেয়া সাক্ষাৎকারে মি: ট্রাম্প বলেছেন সেরকম কিছু করতে পারলে তিনি সম্মানিত বোধ করবেন।
মি: ট্রাম্প যে পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচী পরিত্যাগ করায় উত্তর কোরিয়ার উপর চাপ দিয়ে যাওয়া অবস্থায় মি: কিমের সাথে সংলাপে বসার সম্ভাবনা বাতিল করে দিচ্ছেন না, তাঁর এই মন্তব্যকে সেরকম প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। হোয়াইট হাউসের মুখপাত্র শন স্পাইসার সাংবাদিকদের বলেছেন, পিয়ংইয়াং যদি কখনও দেশের পরমাণু সামর্থ্য গুটিয়ে নেয়ার আন্তরিক চেষ্টা চালায় এবং অঞ্চল ও যুক্তরাষ্ট্রের উপর দেয়া হুমকি থেকে সরে আসে, সেরকম বৈঠকের সম্ভাবনা তাহলে সবসময় থাকবে।
মি: স্পাইসার আরও বলেছেন যে উত্তর কোরিয়া উস্কানিমূলক আচরণ অব্যাহত রাখলে সঠিক পরিবেশ কখনও আসবেনা।
Nihon Bangla | Japan Bangladesh News Portal জাপান প্রবাসীদের নিত্য সঙ্গী Nihon Bangla | Japan Bangladesh News Portal একটি সাধারন মাধ্যম