জার্মানির বন শহরে বৈঠকে মিলিত হওয়া জলবায়ু পরিবর্তন আলোচকরা প্যারিস চুক্তিতে থেকে যাওয়ার আহ্বান যুক্তরাষ্ট্রের প্রতি জানিয়েছেন। ১৯০টির মত দেশ ও ভূখণ্ডের প্রতিনিধিরা গতকাল চুক্তি বাস্তবায়নের নিয়মাবলী ঠিক করে নেয়ার আলোচনা শুরু করেন। গত বছর নভেম্বর মাসে কার্যকর হওয়া চুক্তিতে গ্রিনহাউজ গ্যাস নিঃসরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে নেয়ার আহ্বান সকল দেশের প্রতি জানানো হয়।
যুক্তরাষ্ট্র বৈঠকে একটি প্রতিনিধিদল পাঠালেও বিশ্বের দ্বিতীয় বৃহত্তম নিঃসরণকারী দেশ কতদিন ধরে আলোচনা চালিয়ে যাওয়া অব্যাহত রাখবে তা পরিষ্কার নয়।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর পূর্বসূরি বারাক ওবামার প্রবর্তিত জলবায়ু পরিবর্তন সামাল দেয়ার পদক্ষেপ খুঁটিয়ে পরীক্ষা করার জন্য একটি নির্বাহী আদেশে স্বাক্ষর দিয়েছেন। মি: ট্রাম্প আভাষ দিয়েছেন যে প্যারিস চুক্তি থেকে দেশকে তিনি প্রত্যাহার করে নেবেন কিনা, শিগগিরই সেই সিদ্ধান্ত তিনি গ্রহণ করবেন।