জাপানের প্রধানমন্ত্রী শিনযো আবে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ ছাড়াই আন্ত:প্রশান্ত অংশীদারিত্ব বা টিপিপি চুক্তি কার্যকর করার জন্য নিউজিল্যান্ডের ঘনিষ্ঠ সহযোগিতা নিশ্চিত করার আশা পোষণ করেছেন। মি: আবে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী বিল ইংলিশ’এর সাথে বৈঠক করবেন। আগামী সপ্তাহে মি: ইংলিশ জাপান সফরে আসবেন।
নিউজিল্যান্ড হচ্ছে সেইসব টিপিপি দেশের মধ্যে একটি যেগুলো যুক্তরাষ্ট্রকে ছাড়াই এই চুক্তি বাস্তবায়নের ধারণাকে সমর্থন করছে। ১১টি দেশের বাণিজ্যমন্ত্রীরা চলতি মাসের ২১ তারিখে ভিয়েতনামে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা ফোরামের বৈঠকের পাশাপাশি পৃথক বৈঠকে মিলিত হবেন।
তবে, এইসব দেশের কোন কোনটি যুক্তরাষ্ট্র ছাড়া টিপিপি’র কার্যকারিতা নিয়েও সতর্ক রয়েছে। মালয়েশিয়া এবং ভিয়েতনাম বলছে, যুক্তরাষ্ট্রের এই বেরিয়ে যাওয়া প্রাথমিকভাবে অনুমান করা অর্থনৈতিক প্রভাবকে হ্রাস করতে পারে।