কান্দাহারের দক্ষিণাঞ্চলে সন্ত্রাসী হামলায় কমপক্ষে ১০ জন আফগান সেনা নিহত হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় গণমাধ্যমের কাছে এ খবর নিশ্চিত করেছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “সোমবার রাতে শাহ ওয়ালি কোট জেলার আকাকজাই ক্যাম্পে হামলা করে সন্ত্রাসীরা। তাদের সঙ্গে লড়াইয়ে প্রাণ হারিয়েছেন ১০ সেনা সদস্য। আহত হয়েছেন আরো ৯ জন। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।” যদিও এখনও পর্যন্ত কোনও সন্ত্রাসবাদী সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি, তবে মনে করা হচ্ছে, এর পিছনে তালিবান গোষ্ঠীরই হাত রয়েছে। মাত্র ১ মাস আগেই বালখ প্রদেশের উত্তরে সেনা ঘাঁটিতে তালিবানদের হামলায় প্রাণ হারিয়েছিলেন ১৩৫ জন জওয়ান।
এ ধরণের হামলা ন্যাটো সমর্থিত আফগান বাহিনীর জন্য বড়ধরণের হুমকি স্বরূপ মনে করা হচ্ছে। দেশটিতে তালেবান যোদ্ধারা আবার সংগঠিত হচ্ছে এবং শক্তি সঞ্চয় করছে বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। মার্কিন প্রতিরক্ষা সচিব জিম ম্যাটিস গত মাসে আফগানিস্তানে নিরাপত্তা বাহিনীর জন্য ২০১৭ সালকে “আরেকটি কঠিন বছর” উল্লেখ করে সতর্ক করে দিয়েছিলেন।
উল্লেখ্য যে, বর্তমানে আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের প্রায় ৮,৪০০ এবং ন্যাটো বাহিনীর আরো ৫,০০০ সেনা অবস্থান করছে।
সূত্র: দ্যা হিন্দুস্তান টাইমস