আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ডামাডোল যেন বাজতে শুরু করেছে ইতিমধ্যে। বাজবেই তো! বিশ্বকাপের পর ক্রিকেটের দ্বিতীয় বৃহত্তম আসরটি শুরু হতে বাকী যে মাত্র কয়েকদিন। ১ জুন ইংল্যান্ডে বসবে বৈশিক এই টুর্নামেন্টট। তার আগে প্রস্তুতির অংশ হিসেবে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলছে বাংলাদেশ। যে সিরিজের শেষ ম্যাচে বুধবার বিকেলে টাইগারদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ডাবলিনের ক্লনটার্ফ ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে বিকেল পৌঁনে চারটায়। স্বাগতিক আয়ারল্যান্ডকে নিয়ে আয়োজিত এই সিরিজে শিরোপা নির্ধারণ হয়ে গেছে আগেই। আয়ারল্যান্ডকে দুই ম্যাচের দুটি এবং টাইগরারদের বিপক্ষে প্রথম ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নেয় কিউইরা। শিরোপার হিসেব ধরলে এই ম্যাচটি তাই শুধুই আনুষ্ঠানিকাতর। টাইগারদের যেখানে প্রাপ্তি বলে কিছু থাকার কথা নয় । কিন্তু আসলেই কি তাই? সিরেজের হিসেব যাই হোক, টাইগারদের জন্য অনেক পাওয়ার এক ম্যাচই হতে পারে বিকেলের ম্যাচটি।
নিউজিল্যান্ডকে ঘরের মাঠে দু-দুবার হোয়াইটওয়াশ করেছে টাইগাররা। কিন্তু বিদেশের মাটিতে কখনোই হারানো হয়নি তাদের। ডিসেম্বর-জানুয়ারিতে নিউজিল্যান্ডের মাঠে গিয়ে টেস্ট, ওয়ানডে, টি-টুয়েন্টি তিন সিরিজেই হোয়াইটওয়াশ হয়ে ফেরে বাংলাদেশ। চলতি সিরিজেও সেই জয়ের ধারা অব্যহত রাখে কিউইরা। বদলে যাওয়া এই নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন্স ট্রফিতেও গ্রুপ পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ। তার আগে বিদেশের মাটিতে দলটির বিপক্ষে জয়ক্ষরা ঘোঁচানো টাইগারদের জন্য জরুরীই। তারউপর নিউজিল্যান্ডকে এ ম্যাচে হারাতে পারলেই র্যাঙ্কিংয়ে ছয়ে উঠার হাতছানি দিচ্ছে বাংলাদেশকে। বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও ম্যাচের আগে জয় ছিনিয়ে আনার প্রত্যয়ের কথা জানিয়েছেন। পারবেন কি টাইগাররা অধিনায়কের কথার মূল্য ধরে রাখছে।
সূত্র: ইন্টারনেট