জাপান সরকারের শীর্ষ মুখপাত্র জানিয়েছেন যে আসন্ন জি-সেভেন শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী শিনযো আবে সন্ত্রাসবাদ ও উত্তর কোরিয়া বিষয়ে কঠোর এক বার্তা জ্ঞাপনের পরিকল্পনা করছেন। চিফ ক্যাবিনেট সেক্রেটারি ইয়োশিহিদে সুগা সাংবাদিকদের বলেন যে বৃহস্পতিবার থেকে শুরু করে রবিবার পর্যন্ত মিঃ আবে ইতালি ও মলটা সফর করবেন। ইতালির সিসিলি দ্বীপে শুক্রবার ও শনিবার নির্ধারিত শীর্ষ সম্মেলনে যোগ দেবেন জাপানের প্রধানমন্ত্রী।
মিঃ সুগা আরও বলেন যে জি-সেভেনের নেতারা বৈশ্বিক পর্যায়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি কিভাবে অর্জন করা যায় সহ উত্তর কোরিয়া ও সন্ত্রাসবাদের মত জরুরী বিষয়গুলোর মোকাবেলা নিয়ে খোলাখুলি ভাবে মত বিনিময় করবেন বলে আশা করা হচ্ছে। গত বছর অনুষ্ঠিত শীর্ষ সম্মেলনের সভাপতি এবং মুক্ত ও স্বচ্ছ নিয়মাবলীর উপর ভিত্তি করে গঠিত আর্ন্তজাতিক সম্প্রদায়ের অগ্রগতি সাধনে নিয়োজিত এক দেশ হিসাবে জাপান এক কঠোর ও পরিষ্কার বার্তা প্রচার করবে বলে মিঃ সুগা আরও উল্লেখ করেন।
সূত্র: এনএইচকে ওয়ার্ল্ড বাংলা