টানা নয় ম্যাচে জেতার পর টানা তিনটি হারে শিরোপার স্বপ্ন কঠিন করে ফেলেছিল গাজী গ্রুপ ক্রিকেটার্স। তবে নিয়মিত অধিনায়ক নাসির হোসেন ফিরে আসার পর আবার ঘুরে দাঁড়িয়েছে দলটি। শুক্রবার আবাহনী লিমিটেডের সঙ্গে ম্যাচটি ছিল অনেকটাই শিরোপা নির্ধারণী লড়াই। আর গুরুত্বপূর্ণ এ ম্যাচে আবাহনীকে উড়িয়ে দিয়েছে গাজী। তাতে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের শিরোপার সুবাস পেতে শুরু করেছে তারা। বিকেএসপির তিন নম্বর মাঠে নাসিরের অলরাউন্ড নৈপুণ্যে ৬ উইকেটের জয় পেয়েছে দলটি।
এ ম্যাচের আগে শীর্ষে থাকা আবাহনী ও গাজী দুই দলেরই অর্জন ছিল সমান ২২ পয়েন্ট করে। ঐতিহ্যবাহী আবাহনীকে হারিয়ে ১৫ ম্যাচে ১২টি জয় তুলে ২৪ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে উঠে এসেছে গাজী গ্রুপ। আর সমান সংখ্যক ম্যাচে ১১ জয়ে ২২ পয়েন্ট নিয়ে তাদের পেছনেই রয়েছে আবাহনী। এদিন আবাহনীর দেওয়া ১৫৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ৮৪ রানেই ৪টি উইকেট হারায় গাজী। তবে লক্ষ্য ছোট থাকায় তা পেরিয়ে জেতে খুব একটা বেগ পেতে হয়নি তাদের। পঞ্চম উইকেটে নাদিফ চৌধুরীকে নিয়ে অবিচ্ছিন্ন ৭৩ রানের জুটি গড়ে ৮০ বল বাকি থাকতেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন নাসির।