শেষ পর্যন্ত এজবাস্টনে জিততে পারল না নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়ার কেউই। এজবাস্টনে চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় ম্যাচে জয়ী হয়েছে বৃষ্টি। তৃতীয় দফা বৃষ্টির পর ম্যাচটি পণ্ড হয়ে গেছে। ফলে নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া দুই দলই পেয়েছে সমান ১টি করে পয়েন্ট। ম্যাচটা পণ্ড হওয়ায় বাংলাদেশের সেমির আশাটা কী আরও ধূসর হয়ে গেল? আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে সেটাই। কারণ, প্রথম ম্যাচ জিতে স্বাগতিক ইংল্যান্ড অর্জন করেছে পুরো ২ পয়েন্ট। এক ম্যাচ পর অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের নামের পাশেও জমা হলো ১টি করে পয়েন্ট। ‘এ’ গ্রুপে বাংলাদেশের নামের পাশেই কেবল শূন্য।
দ্বিতীয় দফা বৃষ্টির পর আবার ঠিকই শুরু হয়েছিল খেলা। তবে কার্টেল ওভারে ৪৬ ওভারের পরিবর্তে অস্ট্রেলিয়া ইনিংসটা নেমে এসেছিল ৩৩ ওভারে। তাতে ডি/এল পদ্ধতিতে অসিদের জয়ের নতুন লক্ষ্য নির্ধারিত হয় ২৩৫ রানের। সেই লক্ষ্যে ব্যাট করতে নেমে ৯ ওভারে মাত্র ৫৩ রানেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। একে একে প্যাভিলিয়নে ফিরে যান ডেভিডয ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ ও মোসেস হেনরিকেস। দারুণ শুরু করা ডেভিড ওয়ার্নারকে ফিরিয়ে দিয়ে নিউজিল্যান্ডকে প্রথম ব্রেক থ্রু দেন ট্রেন্ট বোল্ট। ওয়ার্নার ফিরে যান ১৬ বলে ১৮ রান করে। এরপর অন্য ওপেনার অ্যারন ফিঞ্চ ও মোসেস হেনরিকেসকে বিদায় করে অস্ট্রেলিয়াকে চাপের মুখে ঠেলে দেন অ্যাডাম মিলনে। ফিঞ্চ ৮ ও হেনরিকেস ১৮ রান করেন। হেনরিকেস আউট হওয়ার পরই বৃষ্টিতে বন্ধ হয়ে যায় খেলা। অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভেন স্মিথ তখন ব্যাট করছিলেন ৮ রানে।
সূত্র: ইন্টারনেট