চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে বৃহস্পতিবার বদলে যাওয়া বাংলাদেশের মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত। এজবাস্টনে বাংলাদেশ সময় সাড়ে তিনটায় ম্যাচটি শুরু হবে। এই ম্যাচ জিতলেই প্রথমবারের মতো বাংলাদেশ আইসিসির দ্বিতীয় বৃহত্তম আসরের ফাইনাল খেলার গৌরব অর্জন করবে। টানা বর্ষণে চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় পাহাড় ধসে হতাহতদের স্মরণে এই ম্যাচে কালো ব্যাজ পড়ে খেলতে নামবেন মাশরাফিরা।
ইতোমধ্যে পাহাড় ধসে নিহতদের ঘটনায় শোক প্রকাশ ও নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেছেন অধিকাংশ ক্রিকেটার। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে টাইগার দলপতি মাশরাফি লেখেন, ‘পাহাড় কাটা আর অপরিকল্পিত বসতবাড়ির কারণে প্রায় প্রতিবছরই এই সময়টাতে পাহাড় ধসের কারণে হতাহতের খবর শুনতে হয়। ভূমিধসে নিহত সবার আত্মার শান্তি কামনা করছি।’
তিনি আরো লেখেন, ‘উদ্ধার কাজে গিয়ে প্রাণ হারানো সেনাবাহিনীর বীর সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করছি। দেশের জন্য জীবন দেয়া সবাই পারে না, কিন্তু আপনারা পেরেছেন।’ ইতোমধ্যে ইংল্যান্ডকে হারিয়ে প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান। আজকের ম্যাচে শোককে শক্তিতে রুপান্তর করে বাংলাদেশ কী পারবে পাকিস্তানের সঙ্গী হতে?
তবে গ্রুপপর্বের ম্যাচে নিউজিল্যান্ডকে বাংলাদেশ যেভাবে হারিয়েছে, সেটা দেখে সতর্ক ভারত। কিন্তু কাঙ্ক্ষিত জয় পেতে হলে এই ম্যাচে টাইগার বোলারদের জ্বলে উঠতে হবে।
অতীতেও দেখা গেছে, ভারতের বিপক্ষে যেসব ম্যাচ বাংলোদেশ জিতেছে অথবা জয়ের কাছাকাছি গেছে, তাতে বেশিরভাগ অবদান বোলারদের।
বাংলাদেশ দল (সম্ভাব্য)
তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহীম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান।
ভারতীয় দল (সম্ভাব্য)
রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি (অধিনায়ক), যুবরাজ সিং, মহেন্দ্র সিং ধোনি, কেদার যাদব, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, রবিচন্দ্রন অশ্বিন ও জসপ্রিত বুমরাহ।