টেস্ট খেলুড়ে দেশ হিসেবে স্বীকৃতি পেল আফগানিস্তান ও আয়ারল্যান্ড। বৃহস্পতিবার লন্ডনে আইসিসির সভায় একাদশ ও দ্বাদশ টেস্ট খেলুড়ে দেশের স্বীকৃতি দেওয়া হয় দেশ দুটিকে। এনিয়ে আইসিসির টেস্ট খেলুড়ে দেশের সংখ্যা দাড়ালো ১২টি। সর্বশেষ ২০০০ সালে দশম দেশ হিসেবে টেস্ট খেলুড়ে দেশের মর্যাদা পেয়েছিল বাংলাদেশ। ১৭ বছর পর এক সঙ্গে দুই নতুন সদস্য পেল টেস্ট খেলুড়ে দেশগুলো।
২০০৯ সালে ওয়ানডে মর্যাদা পায় আফগানিস্তান। যুদ্ধ বিদ্ধস্ত দেশটি ক্রিকেটে নিজেদের লড়াকু মেজাজ প্রমাণ করে চলেছিল দারুণ ভাবে। অন্যদিকে ২০০৫ সালে ওয়ানডে মর্যাদা পায় আয়ারল্যান্ড। সীমিত ওভারের ক্রিকেটে দেশটি বড় দলগুলোর বিপক্ষে বেশ কটি অঘটনের জন্ম দিয়েছে। বিশেষ করে ২০০৭ বিশ্বকাপে সুপার এইটে খেলা ছিল চমক জাগানিয়া। খেলেছে ২০১১ ও ২০১৫ বিশ্বকাপেও।
বেশ ক’বছর ধরেই আইসিসির কাছে দেশ দুটি টেস্ট মর্যাদা চেয়ে আবেদন করে আসছিল। শোনা যাচ্ছিল এবার তাদের আবেদন পাশ হতে পারে। এবং শেষ পর্যন্ত সেটিই সত্য হল।