ব্রিটেনের নিউক্যাসল শহরে ঈদের দিন মুসল্লিদের উপর গাড়ি উঠিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এতে ৩ শিশুসহ ৬ জন আহত হয়েছেন। পুলিশ জানায়, শহরের একটি স্পোর্টস সেন্টারের বাইরে ঈদের নামাজ পড়তে আসা মানুষের ওপর এক নারী গাড়ি তুলে দেয়। ঘটনার পর তাকে গ্রেফতার করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানায়, নিউক্যাসল শহরের ওয়েস্টগেট স্পোর্টস সেন্টারের বাইরে অনেকে ঈদের নামাজ শেষে বের হচ্ছিলেন। এই সময় ৪২ বছর বয়সী ওই নারী তার গাড়ি সরাসরি মুসল্লিদের উপর তুলে দেন। ঘটনার পরপরই অবশ্য তাকে গ্রেফতার করে পুলিশ।
আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, আহতদের মধ্যে এক শিশুর অবস্থা আশঙ্কাজনক। ওই নারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এটি কোনো সন্ত্রাসী হামলা নয় বলে অভিমত পুলিশের। এক প্রত্যক্ষদর্শীও জানিয়েছেন, নামাজ শেষে ঐ মহিলা তার গাড়ি নিয়ে বের হওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বলে মনে হয়েছে। গেল সপ্তাহে লন্ডনের একটি মসজিদের বাইরে মুসল্লিদের ওপর ইচ্ছাকৃতভাবে গাড়ি চালিয়ে দেয়ার ঘটনা ঘটে। এরপর থেকেই দেশটির বিভিন্ন মসজিদে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
সূত্র: ইন্টারনেট