বিশ্বব্যাপী পণ্যের ফরমায়েস ব্যাপকভাবে প্রত্যাহার করে নেয়ার পর সমস্যা জর্জরিত জাপানি এয়ারব্যাগ নির্মাতা তাকাতা টোকিও’র একটি আদালতে দেউলিয়াত্ব সুরক্ষার আবেদন জানিয়েছে। আজ সকালে এক বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। চাহিদা হ্রাসের কারণে গত অর্থবছরে তাকাতা ৭০ কোটি ডলার লোকসানের মুখোমুখী হয়।
কোম্পানির দায় এক লক্ষ কোটি ইয়েন, বা প্রায় ন’শো কোটি ডলার ছাড়িয়ে যায়। এর মধ্যে ফরমায়েস বাতিল করার কারণে লোকসান অন্তর্ভুক্ত রয়েছ, যা মোটর নির্মাতাকে বহন করতে হয়। এক লক্ষ কোটি ইয়েনের বেশি দায়সহ এই ব্যবসায়িক ব্যর্থতা হল কোন জাপানি পণ্য নির্মাতার জন্য সর্ববৃহৎ আর্থিক দায়ের ঘটনা। তাকাতা জানায়, তারা মার্কিন মোটর নির্মাতা কি সেফটি সিস্টেমস, বা কেএসএস এর ওপর পরিচালনার ভার ন্যস্ত করে তাদের সঙ্গে ১৬০ কোটি ডলারের একটি মৌলিক চুক্তিতে উপনীত হয়েছে।
২০১৩ সাল থেকে তাকাতা’র এয়ারব্যাগের ফরমায়েস প্রত্যাহার করে নেয়া হচ্ছে। তখন থেকে খরচ প্রচণ্ড বেড়ে যাচ্ছে এবং নিজেদের পুনর্গঠনের কাজে তাকাদাকে কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়। মার্কিন পরিবহন কর্তৃপক্ষ এবং অন্যান্য সূত্র জানায়, তাকাদা’র এয়ারব্যাগের কারণে কমপক্ষে ১১টি মৃত্যুর ঘটনা ঘটেছে। জাপানে দুই ব্যক্তি আহত হয়েছেন।
সূত্র: এনএইচকে ওয়ার্ল্ড বাংলা