সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ রাসায়নিক অস্ত্র হামলার প্রস্তুতি নিচ্ছেন এবং এতে বেসামরিক নাগরিকরা ‘গণহত্যার’ শিকার হতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে হোয়াইট হাউস হুঁশিয়ারি দিয়ে বলেছে, এমন হামলা হলে সিরীয় সরকারকে ‘চড়া মূল্য’ দিতে হবে। হোয়াইট হাউসের মুখপাত্র শন স্পাইসার সোমবার এক বিবৃতিতে বলেন, ‘আমরা আগেই বলেছি- ইরাক ও সিরিয়া থেকে আইএস জঙ্গিদের নির্মূলে যুক্তরাষ্ট্র সিরিয়ায় রয়েছে। আসাদ যদি রাসায়নিক অস্ত্র ব্যবহার করে আরেকবার গণহত্যা চালায়, তাহলে আসাদ ও তার সেনাবাহিনীকে চড়া মূল্য দিতে হবে।’
বিরোধী নিয়ন্ত্রিত খান শেইখোন শহরে গত ৪ এপ্রিল চালানো রাসায়নিক অস্ত্র হামলার মতো নতুন হামলার প্রস্তুতি নেয়া হচ্ছে এমন ইঙ্গিত পেয়েছে মার্কিন গোয়েন্দারা। ওই হামলায় শিশুসহ কমপক্ষে ৭০ জন নিহত হন।
বিবৃতিতে বলা হয়, ‘সিরীয় সরকার কর্তৃক নতুন করে রাসায়নিক অস্ত্র হামলার প্রস্তুতি নেয়ার বিষয়টি জানতে পেরেছে যুক্তরাষ্ট্র, ওই হামলায় শিশুসহ বেসামরিক নাগরিকরা গণহত্যার শিকার হতে পারেন।’
রাসায়নিক হামলার জন্য আসাদ বাহিনীকে দায়ী করে আসছে যুক্তরাষ্ট্র। তবে সিরীয় সরকার দৃঢ়ভাবে তা অস্বীকার করে আসছে। গত ৪ এপ্রিলের হামলাকে শতভাগ ‘বানোয়াট’ বলেও মন্তব্য করেন আসাদ।
সূত্র: ইন্টারনেট