যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়ার পরমাণু ও ক্ষেপণাস্ত্র হুমকির বিষয়ে যৌথভাবে কাজ করতে একমত হয়েছে। গতকাল অনুষ্ঠিত শীর্ষ বৈঠক শেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জেইন একটি যৌথ বিবৃতি প্রকাশ করেন। বিবৃতিতে, দ্বিপক্ষীয় জোটটিকে কোরীয় উপদ্বীপের শান্তি ও নিরাপত্তার মূলভিত্তি হিসেবে উল্লেখ করা হয়। এতে, উত্তর কোরিয়ার উপর জাতিসংঘ নিরাপত্তা পরিষদের আরোপিত নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান জানানো হয়। এতে দুপক্ষ, উস্কানি প্রতিহত করে গঠনমূলক আলোচনায় ফিরিয়ে আনতে পিয়ংইয়ংএর উপর চাপ বৃদ্ধি করতে পদক্ষেপ গ্রহণ করবে বলেও উল্লেখ করা হয়।
বিবৃতিতে, শুধুমাত্র উপযুক্ত পরিস্থিতিতে মানবিক এবং অন্যান্য বিষয়ে উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনা পুনরায় আরম্ভ করতে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের গৃহীত পদক্ষেপের প্রতি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সমর্থন জানান বলে উল্লেখ করা হয়। বিবৃতিতে, চলতি মাসে জার্মানিতে জি ২০ শীর্ষ সম্মেলনের পাশাপাশি মিঃ ট্রাম্প, মিঃ মুন এবং জাপানের প্রধানমন্ত্রী শিনযো আবের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠানের বিষয় নিশ্চিত করা হয়।
সূত্র: এনএইচকে ওয়ার্ল্ড বাংলা