উ. কোরিয়াকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধের আহ্বান চীন-রাশিয়ার
উত্তর কোরিয়া মঙ্গলবার নতুন করে দেশের পশ্চিমাঞ্চল থেকে পরীক্ষামূলকভাবে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করার পর চীন ও রাশিয়া এ আহ্বান জানাল। উত্তর কোরিয়া এই প্রথম দূর পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা সফল হওয়ার দাবি করেছে এবং এ ক্ষেপণাস্ত্র বিশ্বের যে কোনও জায়গায় আঘাত হানতে সক্ষম বলে জানিয়েছে। এ পরীক্ষা ‘মেনে নেওয়া যায় না’ বলে মন্তব্য করেছে রাশিয়া ও চীন। একইসঙ্গে যুক্তরাষ্ট্রকে থাড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন না করারও আহ্বান জানিয়েছে দেশ দুটি। এ ব্যবস্থা মোতায়েনের লক্ষ্য হচ্ছে দক্ষিণ কোরিয়াকে পিয়ংইয়ং এর আক্রমণ থেকে সুরক্ষা দেওয়া।
থাড মোতায়েন না করার আহ্বান জানানোর পাশাপাশি যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়াকে বৃহত্তর সামরিক মহড়া চালানো থেকেও বিরত থাকার আহ্বান জানিয়েছেন চীন ও রাশিয়া। যদিও যুক্তরাষ্ট্র ও রাশিয়ার দাবি, উত্তর কোরিয়া যে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে তা মাঝারি পাল্লার ছিল এবং এটি উভয় দেশের কোনওটিতেই আঘাত হানতে পারবে না। তবে উদ্বেগ প্রকাশ করেছে জাপান। টোকিওতে এক সংবাদ সম্মেলনে জাপানের মন্ত্রী পরিষদ সচিব ইয়াশিদা সুগা বলেছেন, “উত্তর কোরিয়া জাপানের অর্থনৈতিক অঞ্চলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। যা এ যাবতকালের সবচেয়ে দ্রুতগামী ছিল।”
জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের যাবতীয় নিষেধাজ্ঞা উপেক্ষা করে একের পর এক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া। ক্ষেপণাস্ত্র প্রকল্পে বড় ধরনের অগ্রগতির দাবিও করেছে দেশটি।