জাপান, যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার নেতারা উত্তর কোরিয়ার উপর আরও চাপ প্রয়োগের লক্ষ্যে ঘনিষ্ঠভাবে একসাথে কাজ করার জন্য মতৈক্যে পৌঁছেছেন। জাপানের প্রধানমন্ত্রী শিনযো আবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জেইন’এর সাথে উত্তর জার্মানি’র হামবুর্গ শহরে জি, টোয়েন্টি’র শীর্ষবৈঠকের প্রাক্কালে গতকাল এক বৈঠকে মিলিত হন।
গতবছরের মার্চ মাসের পর থেকে এটাই প্রথম তিন জাতি শীর্ষবৈঠক।
মি: আবে উত্তর কোরিয়ার মঙ্গলবারের ঘোষণার প্রসঙ্গ উল্লেখ করেন। ঘোষণায় উত্তর কোরিয়া একটি আন্ত:মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক নিক্ষেপ সফলভাবে সম্পন্ন করেছে বলে জানায়। তিনি এও বলেন, এই নিক্ষেপ থেকে এটা প্রতীয়মান হচ্ছে যে, পিয়োং ইয়াং’এর ঐকান্তিকভাবে সাড়া দেয়ার ক্ষেত্রে সদিচ্ছার অভাব রয়েছে।মি: আবে বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের এই নিক্ষেপের জবাবে উত্তর কোরিয়ার উপর চাপ প্রয়োগ আরও জোরদার করে নেয়ার প্রয়োজন রয়েছে। তিনি এও বলেন, সংলাপের স্বার্থে সংলাপ অর্থহীন এবং ঐকান্তিকভাবে আলোচনায় নিয়োজিত হওয়ার দিকে পিয়োং ইয়াং’কে ঠেলে দেয়ার জন্য দেশটির উপর চাপ প্রয়োগ করাটা জরুরি। মি: আবে আরও বলেন, উত্তর কোরিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা জারি করা সহ নতুন একটি প্রস্তাব জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অনুমোদন করানোর জন্য জাপান, যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে সহযোগিতা অব্যাহত রাখা উচিত।
সূত্র: এনএইচকে ওয়ার্ল্ড বাংলা