উত্তর লন্ডনের প্রসিদ্ধ ক্যামডেন লক মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছেন ফায়ার সার্ভিসের ৭০ জন কর্মী। খবর বিবিসির। লন্ডন ফায়ার ব্রিগেড জানায়, ১০টি আগুন নির্বাপন যন্ত্র পাঠানো হয়েছে ঘটনাস্থলে। পর্যটকদের জন্য আকর্ষনীয় এ স্থানটিতে আগুন লাগার সাথে সাথে দ্রুত ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা এ সময়ে আশেপাশের ভবনগুলোতে বিস্ফোরণের আশঙ্কার কথাও জানান।
জোয়ান রিবেস (২৪) নামক এক প্রত্যক্ষ্যদর্শী জানান, ‘আগুন দ্রুত আকাশে ছেয়ে যাচ্ছিল। আমরা আশঙ্কা করছিলাম মার্কেটের রেস্টুরেন্টের রান্নাঘর বিস্ফোরিত হয় কি না।’ লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিস বলেছে, এখনো কাউকে চিকিৎসা সহায়তা দিতে হয়নি। তবে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি।
মেট্রোপলিটন পুলিশ ঘটনাস্থলে উপস্থিত আছে জানা গেছে। পুলিশের একজন মুখপাত্র জানান, লন্ডনের ফায়ার সার্ভিস দল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। তবে প্রাথমিক অবস্থায় হতাহতের ঘটনা নিশ্চিত করে বলা যাচ্ছে না।