মার্কিন আইন প্রণেতা এবং চীনের ভিন্ন মতাবলম্বীরা, নোবেল পুরস্কার বিজয়ী লিউ শিয়াও বোর চিকিৎসার বিষয়ে চীন সরকারের নিন্দা করেছেন। সুবিখ্যাত গণতন্ত্রের এই সমর্থকের মৃত্যুর পর গতকাল, মার্কিন প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র বিষয়ক উপ কমিটিতে একটি শুনানির আয়োজন করা হয়। যুক্তরাষ্ট্রে বসবাসরত গনতন্ত্রপন্থী আন্দোলনকারী ইয়াং জিয়ানলি, বিশ্ব নেতারা অবিলম্বে মিঃ লিউর মুক্তি ও বিদেশে চিকিৎসার আহ্বান জানিয়েছিলেন এবং মিঃ লিউও বিদেশে চিকিৎসা ও মুক্ত দেশে শেষ নিশ্বাস ত্যাগের ইচ্ছা প্রকাশ করেছিলেন বলে উল্লেখ করেন।
মিঃ ইয়াং, মিঃ লিউর মৃত্যুর জন্য চীনের কমিউনিস্ট পার্টিকে দায়ী করে চীন কয়েক দশক ধরে দমন এবং যন্ত্রণা দেয়ার পর মিঃ লিউর শেষ ইচ্ছা ধ্বংস করে দিতেও দ্বিধা করেনি বলে উল্লেখ করেন। মিঃ ইয়াং, চীনা কর্তৃপক্ষের কঠোর নজরদারীতে থাকা মিঃ লিউ শিয়া বোর স্ত্রী যাতে মুক্তভাবে বিদেশ সফরে যেতে পারেন সেবিষয়ে সহযোগিতা দিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান।
প্রতিনিধি পরিষদের সংখ্যালঘু দলের নেতা ন্যান্সি পেলোসি, মিয লিউ শিয়াকে সুরক্ষা দিতে কঠোরভাবে কাজ করতে হবে উল্লেখ করে তাঁকে চীন থেকে বের করে আনার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। উপ কমিটির চেয়ারম্যান ক্রিস্টোফার স্মিথ, মানবাধিকার লঙ্ঘনের জন্য চীনের উপর নতুন নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানান।
সূত্র: এনএইচকে ওয়ার্ল্ড বাংলা