Breaking News

জাপান বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির নবনির্বাচিত কমিটির উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

জাপান বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির নবনির্বাচিত কমিটির উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে জাপানের কানাগাওয়া জেলার আতসুগি মুতসুআই মিনামি কুমিনকানে। রোববার ১৬ জুলাই দুপুরে সুস্বাদু মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর নতুন কমিটির সদস্যদের সাথে পরিচিতি করিয়ে দেওয়া হয়। শুভেচ্ছা বিনিময়ের সময় নতুন কমিটির সদস্যরাসহ কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিরা শুভেচ্ছা বক্তব্য রাখেন। দূর-দূরান্ত থেকে আসা প্রবাসীরা আনন্দমুখর পরিবেশে ঈদের শুভেচ্ছা বিনিময় করে। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সন্ধ্যা সাতটায় অনুষ্ঠানের সমাপ্তি হয়। ১লা জুলাই ২০১৬ হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলার ঘটনার নিহতদের স্মরণে একমিনিট নিরবতা পালন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ সোসাইটির উপদেষ্টা মামুনুর রশিদ, ইকবাল হোসাইন, শামীম আহমেদ, আলামিন খান, আশরাফ আহামেদ, তরুণ মিয়া। নতুন কমিটির সদস্য এনামুল হক বাবু(সভাপতি), শিপলু রহমান(সাধারণ সম্পাদক), বিপুল কান্তি সাহা (যুগ্ন সাধারণ সম্পাদক), আরিফুল হক চৌধুরী জুয়েল (সাংগঠনিক সম্পাদক) সহ তেরো সদস্যের কমিটি ভবিষ্যতে বিভিন্ন আকর্ষণ নিয়ে আসবে প্রবাসীদের জন্য বলে আশাবাদ ব্যক্ত করেন।

 

20137809_908783512596223_35696701_o20148712_908783235929584_1172544225_o20148840_908783905929517_1841954555_o20180342_908783335929574_838473907_o20182113_908783435929564_642589527_o20182254_908783855929522_548465027_o

 

About admin

Check Also

Gratis hardcoreporn filmer smoking – watch free porn online mature milf

Sex Asiatiske kjrlighet dating site asiatiske dating nettsteder toronto Her beskrives alt webcam sex live …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *