এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১৬টি দেশের বাণিজ্য কর্মকর্তারা আঞ্চলিক বিস্তৃত অর্থনৈতিক অংশীদার আর সি ই পি নিয়ে আলোচনা করতে ভারতের হায়দ্রাবাদে মিলিত হয়েছেন। শুরু হওয়া বৈঠকে যোগ দেয়া দেশগুলোর মধ্যে জাপান, চীন, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া ও সেই সাথে দক্ষিণ-পূর্ব এশিয়ার রাষ্ট্রসমূহের জোট আসিয়ানের সদস্যরা অন্তর্ভুক্ত আছে।
চার বছর আগে এই আলোচনা শুরু হয়। অতীতের আলোচনায় শিল্প পণ্যের উপর শুল্ক নিয়ে দুই শিবিরের মধ্যে বিভক্তি দেখা গেছে। জাপান ও অস্ট্রেলিয়া বিস্তৃত পণ্যের উপর থেকে শুল্ক তুলে নিতে চাইলেও অন্যদিকে ভারত ও চীন পণ্যের সংখ্যা সীমিত রাখতে আগ্রহী। আর সি ই পি চুক্তি বিশ্বের মোট অভ্যন্তরীণ উৎপাদনের ৩০ শতাংশ জুড়ে বিস্তৃত হবে। এটা বাস্তবায়িত হলে জাপানের জন্য তা হবে আরেকটি বড় অর্জন। চলতি মাসে এর আগে জাপান একই আকারের বিস্তৃত একটি বাণিজ্য চুক্তি নিয়ে ইউরোপীয় ইউনিয়নের সাথে মতৈক্যে উপনীত হয়।
আগামী সপ্তাহের শুক্রবার পর্যন্ত আলোচনা অব্যাহত থাকবে।
সূত্র: এনএইচকে ওয়ার্ল্ড বাংলা