যুক্তরাষ্ট্র জানিয়েছে যে, উত্তর কোরিয়ার আরেকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের জোরালো সম্ভাবনা রয়েছে। মার্কিন সরকারের একজন সরকারি কর্মকর্তা এনএইচকে’কে গতকাল বলেন, গত কয়েকদিন ধরে পিয়ং ইয়াং-এর বাইরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ সংক্রান্ত যন্ত্রপাতি এবং কর্মীদের চলাচল নজরে পড়েছে। কর্মকর্তারা বলেন, এই একই কর্মকাণ্ড ৪ঠা জুলাইয়ের নিক্ষেপ যাকে উত্তর কোরিয়া আন্ত:মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম বলে দাবী করছে তার আগেও দেখা গিয়েছিল। বিশ্লেষণ থেকে দেখা যাচ্ছে যে, আরেকটি পরীক্ষামূলক নিক্ষেপ হয়তো আগামী ২ সপ্তাহের মধ্যে হতে পারে।
তবে, অন্য কর্মকর্তারা বলেন, ঠিক এখনই বলা কঠিন যে, উত্তর কোরিয়া সত্যি সত্যি একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবে কিনা, কারণ সম্ভাব্য নিক্ষেপের লক্ষণসমূহ দৈনন্দিন ভিত্তিতে বুঝতে পারা যায়। মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফ’এর ভাইস চেয়ারম্যান পল সেলভা এক কংগ্রেসের শুনানিতে মঙ্গলবার বলেন, যদিও উত্তর কোরীয় ক্ষেপণাস্ত্রের পাল্লার মধ্যে যুক্তরাষ্ট্র পড়ছে তবুও তাদের যেকোন মাত্রার নির্ভুলতা সহ যুক্তরাষ্ট্রে আঘাত হানার সক্ষমতার অভাব রয়েছে। তবে, পর্যবেক্ষকরা বলছেন, উপর্যুপরি পরীক্ষামূলক নিক্ষেপ উত্তর কোরিয়াকে তাদের আইসিবিএম প্রযুক্তিকে উন্নত করে নিতে সক্ষম করবে।
সূত্র: এনএইচকে ওয়ার্ল্ড বাংলা