পররাস্ট্রমন্ত্রী ফুমিও কিশিদা বলেছেন, এবছর শেষের দিকে যে পরমাণু অস্ত্র নিরস্ত্রীকরণ আলোচনার আয়োজন করা হয়েছে সেখানে পরমাণু অস্ত্রধারী এবং অস্ত্রবিহীন দেশগুলোর বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানাবে জাপান সরকার। রোববার পশ্চিম জাপানের কোবেতে বক্তব্য রাখার সময় কিশিদা বলেন, জাপান সরকার হিরোশিমা এবং নাগাসাকি থেকে কয়েকজনসহ ১৬ জন বিশেষজ্ঞকে বৈঠকে যোগদানের জন্য নির্বাচিত করেছে।
জাপান পরমাণু অস্ত্র নিষিদ্ধ করে ৭ই জুলাই জাতিসঙ্ঘে অনুমোদিত আইনিভাবে ব্যাধ্যতামূলক একটি চুক্তির বিরোধীতা করে। যুক্তরাস্ট্র ও রাশিয়া এই চুক্তিতে যোগ দেবে না বলে ধারণা করা হচ্ছে। কিশিদা বলেন, পরমাণু নিরস্ত্রীকরণ আলোচনার প্রধান উদ্দেশ্য হল পরমাণু অস্ত্রধারী এবং অস্ত্রবিহীন দেশগুলোর মধ্যে আস্থা পুনরুদ্ধার করা। জাপান আশা করছে, এই আলোচনার ফলাফল ২০২০ সালের এপ্রিলে অনুষ্ঠেয় পরমাণু অস্ত্র-বিস্তার রোধ চুক্তি পর্যালোচনায় সুপারিশ আকারে পেশ করা হবে।
সূত্র: এনএইচকে ওয়ার্ল্ড বাংলা