মার্কিন সরকার, উত্তর কোরিয়ার সাম্প্রতিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পদক্ষেপকে দায়িত্বজ্ঞানহীন এবং বিপদজনক বলে নিন্দা জানিয়েছে। গতকাল হোয়াইট হাউস থেকে প্রদত্ত এক বিবৃতিতে, এসকল অস্ত্র এবং পরীক্ষা উত্তর কোরিয়াকে আরও একঘরে এবং দেশের অর্থনীতিকে দুর্বল করবে বলে উল্লেখ করা হয়। এতে, আমেরিকানদের স্বদেশের নিরাপত্তা এবং অত্র অঞ্চলের মিত্র দেশগুলোর সুরক্ষা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র প্রয়োজনীয় সবধরনের পদক্ষেপ গ্রহণ করবে বলে উল্লেখ করা হয়।
পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন, পরমাণু অস্ত্র এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উন্নয়ন পরিত্যাগ করতে উত্তর কোরিয়ার উপর চীন ও রাশিয়ার আরও চাপ প্রয়োগের বিষয় উল্লেখ করেন।তিনি, উত্তর কোরিয়ার পরমাণু ও ক্ষেপণাস্ত্র উন্নয়ন কর্মসূচীর প্রধান অর্থনৈতিক সহায়ক হিসেবে চীন ও রাশিয়ার নামোল্লেখ করেন। তিনি, অব্যাহত হুমকি বৃদ্ধির জন্য দেশ দুটির বিশেষ দায়িত্ব রয়েছে বলে জানান। গতকাল ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর, জাপান, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া এবিষয়ে ঘনিষ্ঠভাবে কাজ করার বিষয় নিশ্চিত করে।
সূত্র: এনএইচকে ওয়ার্ল্ড বাংলা