সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরসহ ছয় বাংলাদেশি নিহত হয়েছে। বৃহস্পতিবার রাতে দাম্মাম থেকে রিয়াদ যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস সূত্রে এ তথ্য জানা গেছে। নিহতদের সবার বাড়ি রাজবাড়ি জেলায়। এরমধ্যে ইরশাদ ব্যাপারী (২৮) ও হুমায়ুন ব্যাপারী (২৫) গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দরাপের ডাঙ্গি এলাকার আহেদ ব্যাপারীর ছেলে।
রাজবাড়ী জেলার নিহত অন্য দুজন হলেন- ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ উজানচর নাছির মাতব্বর পাড়ার ওসমান খানের ছেলে কুব্বাত খান (২৫) এবং দৌলতদিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আনসার মাঝি পাড়াসহের মন্ডলের ছেলে মিরাজ মন্ডল (২২)। নিহত অপর দুজন ফরিদপুর সদর উপজেলার নথচ্যানেল ইউনিয়নের আরান দেওয়ানের ছেলে ইদ্রিস দেওয়ান (৩২) ও অপরজনের নাম-পরিচয় জানা যায়নি। এদিকে সৌদি গেজেট পত্রিকার এক খবরে বলা হয়েছে, আঞ্চলিক রাজধানী বুরিয়াদের ২২৫ কিলোমিটার দূরে একটি ব্রিজের কাছে ৫ দিক থেকে আসা ৫টি বাসের সংঘর্ষ হয়। এতে কমপক্ষে ৬ জন মারা যান। আহত হন ৬৫ জন। তাদের মধ্যে ১৬ জনের অবস্থা গুরুতর।
নিহত ৬ জনের মধ্যে বাংলাদেশি, ভারতীয় ও অন্যান্য জাতীয়তার মানুষ রয়েছেন বলে পত্রিকাটি জানিয়েছে। প্রতিকূল আবহাওয়ার জন্য ওই দুর্ঘটনা ঘটে।
সূত্র: ইন্টারনেট