অনলাইন ডেস্ক: কুমিল্লা, কক্সবাজার ও চট্টগ্রামের পর বিকল্প প্রদর্শনীতে সিলেট যাচ্ছে ‘আইসক্রিম’। জেলা শিল্পকলা একাডেমিতে প্রদর্শিত হবে রেদওয়ান রনি পরিচালিত সিনেমাটি। ৩১ মে শুরু হয়ে প্রদর্শনী চলবে ৩ জুন পর্যন্ত। প্রতিদিন ৩টি শো’তে (দুপুর ১২টা, বিকেল সাড়ে ৩টা ও সন্ধা ৭টা) দেখা যাবে ‘আইসক্রিম’। টিকিটের দাম ১৫০ টাকা। তবে শিক্ষার্থীরা পরিচয়পত্র দেখিয়ে ৩০ টাকা কমে রোমান্টিকধর্মী চলচ্চিত্রটি দেখতে পারবেন।
‘আইসক্রিম’-এর প্রধান তিন চরিত্রে অভিনয় করেছেন নবাগত উদয়, তুষি ও রাজ। তাদের সঙ্গে আছেন ওমর সানি, এটিএম শামসুজ্জামান এবং প্রয়াত দিতি ও সায়েম সাদাত। বরাবরের মতো বিকল্প এ প্রদর্শনীতে উপস্থিত থাকবেন ‘আইসক্রিম’ নির্মাতা ও অভিনয়শিল্পীরা।