বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। চিকিৎসকদের ‘ছাড়পত্র’ পেলে শীঘ্রই দেশে ফিরে আসবেন। এ বিষয়ে দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন জানান, ‘চিকিৎসা শেষ হলে খালেদা জিয়া শীঘ্রই দেশে ফিরবেন।’
পরপর দুটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করায়, এই মুহূর্তে দেশের বাইরে থাকায় চিন্তিত বিএনপির আইনজীবীরাও। আগামী ১৯ অক্টোবর খালেদা জিয়ার আদালতে হাজিরা দেওয়ার কথা রয়েছে। সে ক্ষেত্রে অল্পসময়ের মধ্যেই তাকে দেশে ফিরতে হবে।
১২ অক্টোবর বৃহস্পতিবার মামলায় হাজিরার তারিখ থাকলেও খালেদা জিয়ার অনুপস্থিত ছিলেন। তাঁর আইনজীবীরা লন্ডনের বাতরোগ বিশেষজ্ঞ ডা. হ্যাডলি ব্যারির দেওয়া অ্যাপয়েনমেন্টের কপি আদালতে জমা দেন। কিন্তু আদালত শুনানি শেষে খালেদা জিয়ার আবেদন নামঞ্জুর করে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন। বিএনপি নেতারা বলছেন, গ্রেফতারি পরোয়ানা বা অন্য যা কিছুই হোক, দ্রুত দেশে ফিরবেন খালেদা জিয়া।”
ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বাংলা বলেন, ‘লন্ডনে চিকিৎসকের অ্যাপয়েনমেন্ট থাকায় দেশে ফিরতে দেরি হচ্ছে খালেদা জিয়ার। বয়সের কারণে উনার পা, হাঁটু ও চোখের অসুস্থতা আছে। চিকিৎসা শেষ হলে দ্রুত তিনি দেশে ফিরবেন।’
উল্লেখ্য, ১৬ জুলাই, ২০১৭ তারিখে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া লন্ডন যান।