Breaking News
(ক্যাপশন: জ্বলন্ত বাড়ির সামনে বৃদ্ধার আহাজারি। ১০ নভেম্বর ২০১৭, হরকলি ঠাকুরপাড়া, রংপুর।)

ফেসবুকে স্ট্যাটাসের ঘটনায় ৮ বাড়িতে আগুন, গুলিতে নিহত ১

ফেসবুকে ধর্মীয় অবমাননাকর স্ট্যাটাস দেওয়ার অভিযোগে গতকাল শুক্রবার রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার হরকলি ঠাকুরপাড়া গ্রামের সনাতনধর্মাবলম্বীদের ৮ টি বাড়ি জ্বালিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কোতোয়ালি, গঙ্গাচড়া ও তারাগঞ্জ থানার পুলিশ গিয়ে শটগানের গুলি ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। এ সময় সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন সাত পুলিশ সদস্যসহ প্রায় ২৫ জন।

 

রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুর রহমান জানান, ঘটনায় গুলিবিদ্ধ হয়ে হাবিবুর রহমান (৩০) নামের এক ব্যক্তি নিহত হন। লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। এছাড়াও ১১ জন আহত ব্যক্তি হাসপাতালে ভর্তি রয়েছে।

 

পুলিশ সূত্রে জানা যায়, গঙ্গাচড়ার খলেয়া ইউনিয়নের ঠাকুরপাড়া এলাকার মৃত খগেন রায়ের ছেলে টিটু রায় গত ৫ নভেম্বর ফেসবুকে ‘ধর্মীয় অবমাননাকর’ স্ট্যাটাস দেন। এ ঘটনাকে কেন্দ্র করে কয়েক দিন ধরে ওই গ্রাম ও আশপাশের এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছিল।

 

গঙ্গাচড়া থানার ওসি জিন্নাত আলী জানান, এ ঘটনায় গঙ্গাচড়ার খলেয়া ইউনিয়নের লালচান্দপুর গ্রামের বাসিন্দা ব্যবসায়ী আলমগীর হোসেন বাদী হয়ে টিটু রায়কে আসামি করে ৫ নভেম্বর গঙ্গাচড়া থানায় মামলা করেন। টিটু রায় গ্রামে থাকেন না, নারায়ণগঞ্জের ফতুল্লায় স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করেন তিনি।

 

ওসি আরও জানান, শুক্রবার বিকেল ৩ টার দিকে হঠাৎ করে উপজেলার বিভিন্ন এলাকার থেকে কয়েক হাজার বিক্ষুব্ধ মানুষ সমবেত হয়ে হরকলি ঠাকুরপাড়ায় অবস্থিত অভিযুক্ত টিটু রায়ের বাড়িতে অগ্নিসংযোগ করে। এতে তাঁদের তিনটি ঘর ভস্মীভূত হয়ে যায়। এরপর ওই পাড়ার আরও সাতটি বাড়ির ১৫টি ঘরে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়। টিটু রায়ের মা জিতেন বালা বলেন, ‘আমরা কিছুই জানি না। কেন আমাদের বাড়িঘরে আগুন দেওয়া হলো। এখন আমি কেমন করিয়া বাস করব।’

 

রংপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল ইসলাম ও গঙ্গাচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিন্নাত আলী জানান, রংপুর সদর, গঙ্গাচড়া ও তারাগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকা হলো ঘটনাস্থল হরকলি ঠাকুরপাড়া। ঘটনা জানার পরই তিন থানা থেকে সেখানে পুলিশ পাঠানো হয়। উত্তেজিত জনগণকে শান্ত ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের ছোড়া শটগানের গুলি ও কাঁদানে গ্যাসের শেলে ২০ জন আহত হয়েছেন। আহতরা হলেন, জাহাঙ্গীর (২৮), মাহাবুবুল (২৫), রিপন (২৮) আমিন (২৬), জামিলকে (২৭)।  তাঁদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। তাঁরা সবাই ঘটনাস্থল ঠাকুরপাড়ার আশপাশ এলাকার বাসিন্দা। বাকিদের নাম জানা যায় নি।

 

এদিকে, অভিযুক্ত টিটু রায়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে তাঁকে পাওয়া যায় নি।

 

১১ নভেম্বর, ২০১৭

ঢাকা, বাংলাদেশ।

 

সূত্র: প্রথম আলো।

 

About admin

Check Also

১৫ই আগষ্ট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করবেন জাপানি নভোচারী ফুরুকাওয়া

জাপানের নভোচারী ফুরুকাওয়া সাতোশির দ্রুত হলে ১৫ই আগষ্ট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে দ্বিতীয় ভ্রমণ নির্ধারণ করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *