বাংলাদেশে খুব দ্রুতই বাড়ছে নারী তামাকসেবীর সংখ্যা। বর্তমান বাংলাদেশের প্রতি ১০ জন নারীর মধ্যে ৩ জন নারী কোনো না কোনোভাবে তামাক সেবন করেন বলে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন।
বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশনে এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের পক্ষে প্রতিমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।
গ্লোবাল অ্যাডাল্ট টোবাকো সার্ভে-২০০৯ এর উদ্ধৃতি দিয়ে প্রতিমন্ত্রী বলেন, দেশের প্রতি ১০ জন নারীর তিনজন কোনো না কোনোভাবে তামাক ব্যবহার করেন। অর্থাৎ ২৮ দশমিক ৭ শতাংশ নারীই ধোঁয়াযুক্ত ও ধোঁয়াবিহীন নানা ধরনের তামাক বা তামাকজাত দ্রব্য ব্যবহার করে থাকেন।
যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের গবেষণার তথ্য উল্লেখ্য করে তিনি বলেন, বাংলাদেশে তামাক ব্যবহারের কারণে প্রতি বছর ৯৭ হাজার মানুষের মৃত্যু হয়।
হৃদরোগ, ফুসফুসে ক্যান্সার, স্ট্রোক, মুখের ক্যান্সার, শ্বাস ও খাদ্যনালীর ক্যান্সার, ফুসফুসের শ্বাসতন্ত্রের বাধাজনিত রোগ, ফুসফুসের যক্ষ্মা ও বর্জারস ডিজিজ এর মতো ভয়াবহ রোগগুলো তামাক ব্যবহারের প্রত্যক্ষ ফল হিসেবেই হয়।
সংসদ অধিবেশনে মন্ত্রী আরো জানান, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ২০৪০ সালের মধ্যে বাংলাদেশকে তামাকমুক্ত করার লক্ষ্যে সরকারের বিভিন্ন সংস্থা কাজ করে যাচ্ছে।
২৪ নভেম্বর, ২০১৭
ঢাকা, বাংলাদেশ।
সূত্র: বাংলানিউজ২৪.কম