পোপ ফ্রান্সিস মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতার কারণে বাংলাদেশে শরণার্থী হিসেবে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জন্য দ্রুত পণ্য সহযোগিতা সরবরাহ করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন।
পোপ তার এশিয়া সফরের প্রথম দেশ মিয়ানমার ভ্রমণ শেষে গতকাল বৃহস্পতিবার বাংলাদেশের রাজধানী ঢাকায় পৌঁছান। তিনি সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে এক বক্তব্যে, শরণার্থীদের গ্রহণ করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পোপ ফ্রান্সিস আরো বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের অবশ্যই রাজনৈতিক বিষয়াদি সমাধান করার জন্য চেষ্টা চালানো উচিত এবং বর্তমান পরিস্থিতি সামাল দেয়ার জন্য অবিলম্বে বাংলাদেশকে পণ্য সহায়তা প্রদান করা উচিত।
পোপ শনিবার পর্যন্ত ঢাকায় থাকবেন এবং শরণার্থী ক্যাম্পে গিয়ে রোহিঙ্গাদের সাথে দেখা করবেন।
জাতিসংঘের তথ্যমতে, ৬ লক্ষ ২০ হাজারেরও বেশি রোহিঙ্গা মিয়ানমারের পশ্চিমের প্রদেশ রাখাইনে গণহত্যার ভয়ে পালিয়ে সীমানা অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেন।
১ ডিসেম্বর, ২০১৭
ঢাকা।