বাংলাদেশে উদারপন্থি হিসেবে পরিচিত চারটি রাজনৈতিক দলের সমন্বয়ে ‘যুক্তফ্রন্ট’ নামে নতুন একটি রাজনৈতিক জোট গঠন করা হয়েছে। সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীকে নতুন রাজনৈতিক জোটের আহ্বায়ক করা হয়েছে। বদরুদ্দোজা চৌধুরী বিকল্প ধারার সভাপতির দায়িত্ব পালন করছেন।
‘যুক্তফ্রন্ট’ নামক নতুন রাজনৈতিক জোটের শরিক দলগুলো হলো, বিকল্প ধারা, নাগরিক ঐক্য, জেএসডি ও কৃষক শ্রমিক জনতা লীগ।
৪ ডিসেম্বর, সোমবার রাতে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রবের উত্তরার বাসায় এক বৈঠকে নতুন এই জোটের ঘোষণা দেওয়া হয়।
আবদুর রব জানান, চারটি রাজনৈতিক দল এক হয়ে ‘যুক্তফ্রন্ট’ নামে নতুন একটি জোট গঠন করা হয়েছে। এ জোটের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন বিকল্পধারা বাংলাদেশের সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। জোটের গঠন কাঠামো আলোচনা করে পরে ঠিক করা হবে।
জোট গঠনের এই বৈঠকে চারটি দলের শীর্ষস্থানীয় চার নেতা ছাড়াও বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান, যুগ্ম মহাসচিব মাহি বি. চৌধুরী, জেএসডির সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতনসহ দলগুলোর কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
০৫ ডিসেম্বর ২০১৭
ঢাকা, বাংলাদেশ।
সূত্র: আরটিভিঅনলাইন.কম