এক বছরে বাংলাদেশে এইচআইভিতে আক্রান্ত হয়েছে ৮৬৫ জন। ২০১৬ সালের ১ নভেম্বর থেকে ২০১৭ সালের ৩১ অক্টোবরের মধ্যে এই ব্যাপক সংখ্যক মানুষ এইডসে আক্রান্ত হন।
আজ সোমবার সচিবালয়ে বিশ্ব এইডস দিবস উপলক্ষে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী মোহম্মদ নাসিম এ তথ্য জানিয়েছেন । মন্ত্রী বলেন, “মোট জনগোষ্ঠীর ৭৭ হাজার ৭২৫ জনের এইচআইভি পরীক্ষা করে তাদের মধ্য থেকে ৮৬৫ জনের শরীরে এইচআইভি শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে ৬৩৯ জন পুরুষ, ২১৩ জন নারী, ১৩ জন হিজড়া ও ৬৩ জন রোহিঙ্গা।’
স্বাস্থ্যমন্ত্রী আরো জানান, দেশে সম্ভাব্য এইচআইভি আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৭০০ জন। সর্বশেষ তথ্য অনুযায়ী, দুই হাজার ৪৮৩ জন আক্রান্ত ব্যক্তি ছয়টি সরকারি হাসপাতাল থেকে বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেছেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘১ ডিসেম্বর বিশ্ব এইডস দিবস। এদিন দেশের প্রত্যেক উপজেলা, জেলা ও বিভাগীয় শহরে স্বাস্থ্য অধিদফতরের উদ্যোগে প্রত্যন্ত অঞ্চলে এইডস দিবসের তাৎপর্য তুলে ধরে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। ’
৪ ডিসেম্বর ২০১৭
ঢাকা।
সূত্র: বাংলা ট্রিবিউন