ফরিদপুর অ্যাসোসিয়েশন জাপানের নতুন কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভার আয়োজন করা হয়েছিল গেল রোববার বিকেলে জাপানের রাজধানী টোকিওর তাবাতা এলাকার একটি কমিউনিটি হলে।
এর আগে গত ২২ জানুয়ারি সম্মেলনের মাধ্যমে নির্বাচিত কমিটি যাচাই–বাছাই শেষে ৬১ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা দেওয়া হয়।
ওইদিন সম্মেলনের মাধ্যমে উপস্থিত সবার সম্মতিক্রমে ব্যবসায়ী মোহাম্মদ আব্দুর রাজ্জাককে সভাপতি এবং মো. মাসুদ পারভেজ ফিরোজ মোল্লাকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা দেওয়া হয়।
বৃহত্তর ফরিদপুর অ্যাসোসিয়েশন জাপান মূলত ফরিদপুর , মাদারীপুর , গোপালগঞ্জ , শরীয়তপুর ও রাজবাড়ী অঞ্চলের মানুষদের নিয়ে গঠিত হয়েছে। এই কমিটির মাধ্যমে জাপানে বসবাসরত ফরিদপুরবাসীর কল্যাণে কাজ করবে বলে জানান।
সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এবং সহসাংগঠনিক সম্পাদক চেীধুরি সাইফুর রহমান লিটনের সঞ্চালনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সংগঠনের প্রধান উপদেষ্টা নাসিরুল হাকিম, উপদেষ্টা সালেহ মো. আরিফ, টি এম ফারুক, সহসাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার একলাউর রহমানসহ আরো অনেকে।
তথ্যসূত্রঃ আব্দুল্লাহ আল মামুন এবং শফিকুল ইসলাম সোহাগ
কমিটির বিস্তারিত তালিকা দেখতে এই লিংকে ক্লিক করুন।
ভিডিও রিপোর্টঃ গোলাম মাসুম জিকো