আন্তর্জাতিক ডেস্ক: কিংবদন্তি হেভিওয়েট চ্যাম্পিয়ন মোহাম্মদ আলী আর নেই। ৭৪ বছর বয়সে অ্যারিজোনার একটি হাসপাতালে শুক্রবার রাতে তার মৃত্যু হয়। গত বৃহস্পতিবার শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানে আলীর শারীরিক অবস্থা ক্রমেই অবনতি হওয়ায় লাইফ সাপোর্টে রাখা হয়েছিল তাকে। প্রায় তিন দশক ধরে পার্কিনসন রোগে আক্রান্ত সাবেক এই বক্সিং তারকা। ১৯৮৪ সালে প্রথম রোগটি ধরা পড়ে আলীর। তবে এবারে অবস্থার বেশি অবনতি হওয়ার হাসপাতালে পরিবারের সদস্যদের ডেকে পাঠানো হয়েছে।
মোহাম্মদ আলী ১৯৮১ সালে বক্সিং থেকে অবসর নেন। এরপর থেকেই কিছুদিন পরপর তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। সর্বশেষ গত বছর মূত্রনালিতে সংক্রমণের কারণে বেশ কিছুদিন হাসপাতালে কাটাতে হয় তাকে।