স্পোর্টস ডেস্ক: দুই টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী ৩০ সেপ্টেম্বর বাংলাদেশ সফরে আসবে ইংল্যান্ড ক্রিকেট দল। আসন্ন সিরিজের সূচি এখনো নির্ধারিত না হলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, অক্টোবরের শুরু থেকেই মাঠে গড়াতে পারে বাংলাদেশ ও ইংল্যান্ডের লড়াই। আগামী ৩০ সেপ্টেম্বর যে ইংল্যান্ড দল বাংলাদেশ সফরে আসবে শনিবার সেটি নিশ্চিত করেছেন বিসিবির অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি বলেন, ‘তাদের সঙ্গে আমাদের মৌখিক যোগাযোগ অব্যাহত রয়েছে এবং তাদের প্রতিনিধিদের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখছি। তারা আমাদের জানিয়েছে, (ইংল্যান্ডের) বাংলাদেশে পৌঁছার তারিখটি ৩০ সেপ্টেম্বর।’
এদিকে আসন্ন সিরিজে বাংলাদেশের বিপক্ষে ইংল্যান্ড কোনো দিবা-রাত্রির টেস্ট খেলবে কি না সেই ব্যাপারে পরিষ্কার করে কিছু বলতে পারেননি জালাল। এই বিষয়ে তিনি বলেন, ‘এই ব্যাপারে আমরা এখনো চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করিনি। আমরা এই বিষয় নিয়ে বসবো এবং প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও কোচিং স্টাফদের সঙ্গে কথা বলবো। দিবা-রাত্রির টেস্ট আমাদের জন্য কতোটা স্বস্তিদায়ক হবে সেটিও দেখতে হবে।’ বিসিবির অপারেশন্স কমিটির চেয়ারম্যানের কথাতেই স্পষ্ট, এখনই দিবা-রাত্রির টেস্টের প্রতি আগ্রহ দেখাচ্ছে না বাংলাদেশ। বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড়রা এখনো দিবা-রাত্রির টেস্টের সঙ্গে পরিচিত নন। ফলে আসন্ন ইংল্যান্ড সিরিজে ফ্লাডলাইডের কৃত্রিম আলোতে সাকিব-মুস্তাফিজদের টেস্ট খেলার সম্ভাবনা কম বলাই যায়।