নিওলেন মেসির জাদুকরী পারফরম্যান্সের সঙ্গে গঞ্জালো হিগুয়েন খেললেন জাতীয় দলের হয়ে ক্যারিয়ার সেরা ম্যাচ। এই দুই জনের দারুণ নৈপুণ্যের উপর ভর করে কোপা আমেরিকার শতবর্ষী টুর্নামেন্টের সেমিফাইনালে জায়গা করে নিল আর্জেন্টিনা। বাংলাদেশ সময় ভোরে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে ভেনেজুয়েলাকে ৪-১ গোলের ব্যবধানে উড়িয়ে দিয়ে শেষ চার নিশ্চিত করল জেরার্ডো মার্টিনের দল। আর্জেন্টিনার হয়ে জোড়া গোল করলেন হিগুয়েন। একটি করে গোল করেন মেসি ও লামেলা। ভেনেজুয়েলার হয়ে একটি গোল করেন রনডন গিমেনিজ।
ফক্সবরোর জিলেট স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক খেলতে থাকে আর্জেন্টিনা। এর ফলও পায় দলটি ম্যাচের ৮ম মিনিটে। মেসির বুদ্ধিদীপ্ত পাস থেকে দারুণ শটে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন হিগুয়েন। ম্যাচের ২০ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন সেই হিগুয়েন। গনজালেসের পাস থেকে দারুণ গোল করে আর্জেন্টিনাকে ২-০তে এগিয়ে দেন নাপোলির এই স্ট্রাইকার। প্রথমার্ধে গোলের জন্য আরো বেশ কয়েকটা আক্রমণ করে আর্জেন্টিনা। তবে সুযোগ আসলেও গোল করতে ব্যর্থ হয় ১৪ বারের কোপা চ্যাম্পিয়নরা।
বিরতির ১ মিনিট আগে আর্জেন্টিনাকে রক্ষা করেন গোলরক্ষক সার্জিও রোমেরো। প্রতিপক্ষের দারুণ একটা শট রুখে দেন তিনি। বিরতির পর আবারও গোলের দেখা পায় আর্জেন্টিনা। ম্যাচের ৬০তম মিনিটে এবার দলটির হয়ে গোল করেন মেসি। নিকোলাস গাইতানের সঙ্গে বল দেওয়া নেওয়ার এক পর্যায়ে ভেনেজুয়েলার জালে বল জড়ান এই ফুটবল জাদুকর।
এরপর ম্যাচের ৭০তম মিনিটে ভেনেজুয়েলার হয়ে একটি গোল শোধ দেন রনডন গিমেনিজ। তবে এক মিনিট পর দলটির হাসি কেড়ে নেন মেসি। আর্জেন্টিনার অধিনায়কের দারুণ পাস থেকে গোল করে দলকে এবার ৪-১ এর লিড এনে দেন এরিক লামেলা। তাতেই দলটির সেমির টিকিট অনেকটা নিশ্চিত হয়ে যায়। খেলার বাকি সময় শেষ হওয়ার আগে আর কোনো দল গোলের দেখা না পেলে ৪-১ গোলের জয় নিয়ে কোপার সেমির টিকিট নিশ্চিত করে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। আগামী বুধবার ফাইনালে উঠার লড়াইয়ে স্বাগতিক যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে মেসিরা।