সাইপ্রাসের ভয়াবহ দাবানল ঠেকাতে সহযোগিতার হাত বাড়িয়েছে গ্রীস, যুক্তরাজ্য ও ইসরায়েল। ট্রডোস পর্বতাঞ্চলীয় এলাকায় বছরের সবচেয়ে ভয়াবহ এই আগুন নেভাতে আকাশ থেকে পানি ও অগ্নিনির্বাপক সামগ্রী ফেলা হচ্ছে। ট্রডোস বনাঞ্চলে সম্প্রতি দাবানল দেখা দিলে ক্রমেই তা ভয়াবহ রূপ নেয়। এরই মধ্যে প্রতিবেশি গ্রীস বিমান সহায়তা দিয়েছে। এগিয়ে এসেছে যুক্তরাজ্য ও ইসরায়েলও।
কর্তৃপক্ষ বলছে, প্রচণ্ড গরম এবং বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। এদিকে, রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক ভাষণে প্রেসিডেন্ট নিকোস আনাস্তাসিয়াদেস বলেছেন, গ্রামীণ জনগোষ্ঠীর জন্য এই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা দুঃখজনক। এ সময় তিনি ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।