স্থানীয় সময় সকাল ৮টার ঠিক আগে ৬.১ মাত্রার এক ভূমিকম্প উত্তর ওসাকায় আঘাত হেনেছে। জাপানের শূন্য থেকে সাত কম্পন মাত্রার স্কেলে এটাকে সিক্স-মাইনাস মাত্রার হিসাবে নির্ধারণ করা হয়েছে। কমপক্ষে ২ জন বয়স্ক পুরুষ এবং একটি ছোট মেয়ে মারা গেছে বলে জানিয়েছে এনএইচকে। কোন ৎসুনামির সতর্কতা জারি করা হয়নি। হিয়োগো, কিয়োতো, শিগা ও নারাতেও ভূমিকম্প আঘাত হানে। সোমবার সকাল ১১:১৫ পর্যন্ত তিন ব্যক্তি নিহত এবং বেশ কিছু সংখ্যক লোক আহত হয়ে হাসপাতালে রয়েছেন।
প্রতিবেশী ফুকুই জেলার কর্মকর্তারা জানান, ১৫টি পারমাণবিক চুল্লিতে কোন সমস্যার খবর পাওয়া যায়নি।
শিনকানসেন বুলেট ট্রেন বন্ধ রাখা হয়েছে। ঐ অঞ্চলে লোকাল ট্রেন সার্ভিসও ক্ষতিগ্রস্ত হয়েছে।
সেখানকার তিনটি বিমানবন্দরও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল, তবে পরে সেগুলো চালু করা হয়েছে।
জনৈক প্রত্যক্ষদর্শীর পোস্ট করা এক ছবিতে ওসাকা জেলার তাকাৎসুকি শহরে ইয়োদো নদী বরাবর এক পাইপে চিড় ধরে পানি বেরিয়ে আসতে দেখা গেছে। এখনও পানি বেরিয়ে আসছে বলে তিনি জানান।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তারা এক জরুরি বৈঠকে মিলিত হচ্ছেন।
সূত্রঃ এন এইচ কে ওয়ার্ড