শেষ আপডেট ঃ ৯ জুলাই ২০১৮ বিকাল ৪.৪০ মি ঃ
জাপানের কর্তৃপক্ষ, দেশের পশ্চিমাঞ্চলে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যা ও কাদা ধ্বসে হতাহতের সংখ্যা বৃদ্ধি পেয়ে চলেছে বলে জানিয়েছে।
এখনও পর্যন্ত ১১২জনের মৃত্যু, এবং অন্তত ৭৮ জন নিখোঁজ রয়েছেন বলে জানায়।
নিখোঁজ লোকজনের মধ্যে নদী অথবা খালের পানিতে ভেসে যাওয়া কয়েকজন অন্তর্ভুক্ত রয়েছেন বলে প্রতীয়মান হয়। বেশ কয়েকজনকে, তাঁদের বাড়ির উপর কাদা ধ্বস আঘাত হানার পর থেকে আর দেখা যায়নি।
বন্যা এবং কাদা ধ্বসের ফলে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে।
জাপানের প্রধানমন্ত্রী শিনযো আবে, দেশের পশ্চিমাঞ্চলে প্রবল বৃষ্টিপাতের ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ বৃদ্ধি পাওয়া রোধে স্থানীয় কর্তৃপক্ষগুলোর সঙ্গে কাজ করতে তাঁর মন্ত্রী সভার সদস্যদের নির্দেশ দিয়েছেন।
আজ মিঃ আবে, সংশ্লিষ্ট মন্ত্রীদের নিয়ে এক বৈঠকে মিলিত হন।
তিনি, বিস্তৃত এলাকায় বন্যা ও কাদা ধ্বসের ফলে এখনও বিপুল সংখ্যক লোকজন নিখোঁজ রয়েছেন বলে উল্লেখ করেন।
মিঃ আবে, এই পরিস্থিতিকে মারাত্মক বলে অভিহিত করেন। তিনি, জরুরী উদ্ধার কর্মীদের মাধ্যমে সর্বশক্তি নিয়োগ করে উদ্ধার তৎপরতা চালানোর নির্দেশ দেন।
সৌজন্যে: এনএইচকে