তরমুজ খেতে পছন্দ করেন? বাজারে লাল টকটকে তরমুজ চোখে পড়লেই কিনে নেন? আচ্ছা আপনার তরমুজ-প্রীতি কখনও লাখ টাকা ছুঁয়েছে কখনও? আপনার ছুঁয়েছে কিনা জানা নেই। তবে জাপানের এক ভদ্রলোকের কিন্তু ছুঁয়েছে। (২৯৩০০ ইউ এস ডলার) ডলারের রেট ৮০ টাকা হিসাবে ধরে ২৩ লক্ষ ৪৪ হাজার বাংলাদেশী টাকা ব্যয় করেছেন শুধু এই একজোড়া তরমুজের জন্য!
কী ভাবছেন? এই পরিমাণ টাকা হাতে পেলে আপনি কী কী করতেন মনে মনে তার একটা তালিকা বানিয়ে নিচ্ছেন নিশ্চয়। শুধুমাত্র তরমুজ-প্রীতি থেকেই অবশ্য জাপানের ওই ব্যক্তি এত টাকা ব্যয় করেননি। এর পিছনে রয়েছে অন্য কারণ।
জানা গিয়েছে, সিজনাল ফল কেনা জাপানে একটা সম্মানের বিষয়। কে কত দামী ফল কিনছেন তার উপর নির্ভর করে তাঁর মান-সম্মান। প্রতি বছরই সিজনাল ফলের নিলাম হয় তাই। শনিবার সেই নিলামেই একজোড়া তরমুজের দাম ওঠে ২৩ লক্ষ ৪৪ হাজার বাংলাদেশী টাকা। এক ব্যক্তি ওই ফল কিনে নিয়ে রেকর্ড করেছেন।
গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ দামে বিক্রি হয়েছে এই ফলটি।
ছবি সূত্র: আরব নি