“বিদ্যালয়” কি সুন্দর একটি বাংলা শব্দ কিন্তু হতাশার সাথে বলছি বেশির ভাগ জাতীয় কাগজে স্কুল লেখা হয়, অনলাইনেতো !!। সবচেয়ে কস্টের বিষয় হলো বিদ্যালয় গুলো নিজেরাই স্কুল লেখে। আমরা নিজেরাও কথা বলার সময় স্কুল বলি। একটি দির্ঘ্য কালের বিদেশী শব্দের ব্যবহার একটি দেশী শব্দকে অতীত করে দিল। এ দায় কি সাংবাদিক ও সম্পাদকরা এড়িয়ে যেতে পারবেন? একটি সুন্দর বাংলা শব্দ প্রায় হারিয়ে যেতে বসেছে।
সংবাদের ভাষা নিয়ে আমাদের আরও সচেতন হওয়া উচিত। তবে জেলা বিদ্যালয় গুলোর নাম ফলকে স্কুল লেখার দায় কিন্তু স্কুল কর্তৃপক্ষ ও শিক্ষা বিভাগকেই নিতে হবে সাংবাদিকগণ এখানে গৌন।
গোলাম মাসুম জিকো সম্পাদক নিহনবাংলা ডট কম