যুক্তরাজ্যের বিরোধী দল লেবার পার্টির ব্যাটলি ও স্পেনের সংসদ সদস্য জো কক্স (৪১) উত্তর ইংল্যান্ডে তার নির্বাচনী এলাকা গুলিবিদ্ধ ও ছুরিকাহত হয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে ৫২ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করা হয়েছে এবং তার কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বৃহস্পতিবার জো কক্স তার নির্বাচনী এলাকা ব্রিস্টলের মার্কেট স্ট্রিটের রাস্তায় মানুষদের সাথে কথা বলার সময় সেখানে দুই ব্যক্তি ঝগড়ায় জড়িয়ে পড়েন। পরে জো কক্স তাদের থামাতে গেলে আটক হওয়া ওই ব্যক্তি তাকে উদ্দেশ্য করে গুলি ছোঁড়ে। পরে কক্স ফুটপাতে রক্তাক্ত অবস্থায় পড়ে গেলে আততায়ী তাকে ছুরিকাঘাত করে। শরীর থেকে রক্ত প্রচুর রক্তক্ষরণের পর তিনি ঘটনাস্থলেই মারা যান। এসময় ৭৭ বছর বয়স্ক আরও একজন আহত হন। ঘটনার সময় কক্সের সাথে কোনও নিরাপত্তারক্ষী ছিল না।
সহকর্মীকে হারানোর ঘটনায় শোকাহত লেবার পার্টির নেতা জেরেমি কর্বাইন বলেন, তার এই নির্মম চলে যাওয়ায় পুরো দেশ গভীর শোকে স্তব্ধ। গতবছর সাংসদ হিসেবে নির্বাচিত হওয়া জো কক্স বেশ কিছু দাতব্য সংস্থার জন্য কাজ করতেন। তার দুই সন্তানও রয়েছে। তার মৃত্যুতে ইউরোপীয় ইউনিয়নের গণভোটের জন্য প্রচারণা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।