আগামী এপ্রিল মাসের শুরু থেকে আরও বেশি বিদেশী কর্মী গ্রহণের প্রস্তুতির অংশ হিসেবে জাপান সরকার দেশব্যাপী বসবাসরত বিদেশী নাগরিকদের উপর একটি জরিপ চালাবে। খবর : জাপানটাইমস
জাপানে বসবাস করা বিদেশীদের সংখ্যা বৃদ্ধির প্রত্যাশায় এই জরিপ চালানোর পরিকল্পনা করছে জাপানের আইন মন্ত্রণালয়।
জাপান জুড়ে বসবাসরত বিদেশী অধিবাসীদের কাছে পাঠানো একটি প্রশ্নপত্রে দৈনন্দিন জীবনে তাদের মুখোমুখি হওয়া সমস্যা বা অসুবিধার কারণ জানতে চাওয়া হবে।
এছাড়া, তারা কোনরকম বৈষম্যের শিকার হচ্ছেন কিনা, সেই প্রশ্নও ঐ প্রশ্নপত্রে উল্লেখ থাকবে।
উল্লেখ্য, জরিপের ফলাফলকে বিবেচনায় নিয়ে বিদেশী অধিবাসীদের জন্য সহায়তা কার্যক্রম প্রণয়নের পরিকল্পনা করছেন মন্ত্রণালয়ের কর্মকর্তারা।